ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল : মাশরাফি

সকাল থেকে একটানা বৃষ্টি। দুপুরে বৃষ্টি থামলেও আকাশে মেঘের ঘনঘটা ছিল। বিরূপ পরিবেশে টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেশ বিস্ময়করই বটে। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ধারণা, ব্যাট করার সিদ্ধান্তটা ভুল ছিল না।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে আট উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘উইকেটে তেমন সুইং ছিল না। উইকেট দেখে ব্যাটিং সহায়ক বলেই মনে হয়েছে। তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। আসলে আমাদের ব্যাটিং তেমন ভালো হয়নি।’
ইনিংসের চতুর্থ ওভারেই অভিষিক্ত কাগিসো রাবাদার হ্যাটট্রিকে তিন উইকেট হারিয়ে ফেলার ধাক্কা স্বাগতিকরা সামলে উঠতে পারেনি বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘রাবাদা অসাধারণ বল করেছে। শুরুর ধাক্কা আমরা আর সামলে উঠতে পারিনি। আমাদের ব্যাটিং বিপর্যয়ের এটা অন্যতম কারণ।’
বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের অনেক ভালো করার সামর্থ্য আছে বলেই মাশরাফির বিশ্বাস, ‘এটা ঠিক যে আমরা আজ বাজে ব্যাটিং করেছি। তবে এর চেয়ে ভালো ব্যাটিং করার সামর্থ্য আমাদের আছে। ওয়ানডে সিরিজের আরো দুটি ম্যাচ আছে। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের আরেকটি অনুজ্জ্বল পারফরম্যান্সের প্রসঙ্গও উঠল। বাংলাদেশ অধিনায়কের অবশ্য দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের প্রতি আস্থার অভাব নেই, ‘গত দুই বছরে মুশফিক দলকে অনেক দিয়েছে। তবে একজন মানুষ তো সব সময় ভালো করতে পারে না। তার খারাপ সময় যেতেই পারে। আশা করি সে দ্রুত স্বরূপে ফিরবে।’
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারতকেও ওয়ানডে সিরিজে হারিয়ে সাফল্যের আনন্দে ভেসে বেড়াচ্ছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরে যাওয়ার পর প্রথম ওয়ানডেতেও আত্মসমর্পণ করেছে স্বাগতিক দল। অধিনায়ক হিসেবে তিনি দুশ্চিন্তায় কি না এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘এমনিতে অধিনায়কত্ব সব সময়ই চ্যালেঞ্জিং। আর দল হারের বৃত্তে ঘুরপাক খেলে সমস্যা আরো বেড়ে যায়। আমি অবশ্য এর চেয়েও খারাপ সময় পার করেছি। তাই এই ব্যর্থতা নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’