মিরপুরে সাকিবের দারুণ কীর্তি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের অনেক সুখস্মৃতি। এই মাঠ বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের বহু কীর্তিধন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরেকটি কীর্তি গড়লেন সাকিব, ওয়ানডেতে মিরপুর স্টেডিয়ামে দুই হাজার রান করে। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের একটি ভেন্যুতে দুই হাজার রান করার কৃতিত্ব নেই।
শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের রান ছিল এক হাজার ৯৮৬। মানে দুই হাজার রান থেকে মাত্র ১৪ রান দূরে ছিলেন তিনি। মাইলফলকটা সহজেই স্পর্শ করে ৪৮ রানে গিয়ে থেমেছেন তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার।
আর মাত্র দুই রান করতে পারলে আরেকটি অর্জনও একার করে নিতে পারতেন সাকিব। অর্জনটা ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি অর্ধশতকের। আপাতত ৩০টি করে অর্ধশতক নিয়ে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন সাকিব ও তামিম ইকবাল।
সাকিবের সামনে আরেকটি অর্জনেরও হাতছানি। আর দুই উইকেট নিতে পারলে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সফলতম বোলার বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাক।
মিরপুরে সাকিবের আরেকটি কীর্তি রয়েছে। শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান করেছেন তিনি। হোম অব ক্রিকেটে ১৩ টেস্ট খেলা সাকিবের রান ১,০৪৫।
বাংলাদেশের মাটিতে টেস্টে ১০০ উইকেট ও দুই হাজার রান করা একমাত্র ক্রিকেটারের নামও সাকিব আল হাসান। ঘরের মাঠে ২৮ টেস্ট খেলে ২০০৪ রান করা ছাড়াও বাঁ-হাতি স্পিনে ১০৩ উইকেট নিয়েছেন তিনি।
ওয়ানডেতে এক ভেন্যুতে সাকিব ছাড়া আরো পাঁচজন ব্যাটসম্যানের দুই হাজারের ওপরে রান আছে। শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৫১৪ রান, পাকিস্তানের ইনজামাম-উল-হক শারজা স্টেডিয়ামে ২৪৬৪ রান, শারজায় পাকিস্তানেরই সাঈদ আনোয়ার ২১৭৯ রান, প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ২১৫৬ রান এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২১০৮ রান করেছেন। মিরপুর স্টেডিয়ামে সাকিবের এখন ২০৩৪ রান।