ঢাকাতেই সিরিজ জয়ের লক্ষ্য প্রোটিয়াদের

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম ওয়ানডেতেও সহজে জিতে দক্ষিণ আফ্রিকা এখন দারুণ উজ্জীবিত, আত্মবিশ্বাসী। সাফল্যের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চায় তারা। প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার জানিয়েছেন, অতিথিরা সিরিজ জয় নিশ্চিত করতে চায় ঢাকাতেই।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বুধবার চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে উপলক্ষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান মিলার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। আমরা দ্বিতীয় ম্যাচ জিতে ঢাকাতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চাই। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করছি সাফল্য পাব। আমরা ধারাবাহিকভাবে সাফল্য পেতে চাই। প্রতিটি ম্যাচ জিতে ছোট ছোট সাফল্য পেলে অনেক বড় অর্জন জমা পড়বে আমাদের ভাণ্ডারে।’
বাংলাদেশ সফরে টানা তিন ম্যাচ জয় আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিলেও দক্ষিণ আফ্রিকানদের পা মাটিতেই আছে বলে জানালেন মিলার, ‘এটা ঠিক যে দুটি টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডেতেও জয় পাওয়ায় আমাদের মনোবল এখন চাঙা। তবে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। বাংলাদেশ যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তাদের সেই সামর্থ্য আছে।’
মাশরাফির দলকে নিয়ে বরং ভীষণ সতর্ক অতিথিরা। এ প্রসঙ্গে এই বাঁ-হাতি ব্যাটসম্যানের মন্তব্য, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দারুণ খেলছে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আগের দুটো সিরিজে তারা খুব ভালো খেলেছিল। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে মরিয়া। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’