প্রত্যয়ী, আত্মবিশ্বাসী নাসির

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যর্থতার জন্য সবেচেয়ে বেশি উচ্চারিত ব্যাটসম্যানদের নাম। মূলত ব্যাটসম্যানরা সাফল্য না পাওয়ার কারণেই বাংলাদেশ ভালো করতে পারছে না বলে মনে করেন অনেকেই। বাংলাদেশ দলের মিডেল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেনও এই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। অবশ্য দক্ষিণ আফ্রিকাকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে তাঁর বিশ্বাস।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারছেন না এটা স্বীকার করতে মোটও দ্বিধা নেই। অবশ্য এখনো সুযোগ আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর। একটা ম্যাচ জিততে পারলেই আবার সব কিছু ঠিক হয়ে যাবে। খেলোয়াড়রাও আত্মবিশ্বাস ফিরে পাবেন।’
টানা ম্যাচ খেলার ক্লান্তি ভর করেছে কি না, এমন প্রশ্নের জবাবে এই মিডেল অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘আমরা টানা ক্রিকেট খেলে যাচ্ছি এটা ঠিক। অবশ্য একেবারেই হার্ড ট্রেনিং করছি না, যে কারণে ক্লান্তি আরো বেশি ভর করবে। প্র্যাকটিস যা হচ্ছে তা একেবারেই সাধারণ। তাই এই ব্যর্থতার জন্য ক্লান্তি একটা কারণ হতে পারে বলে আমি মনে করি না।’
অবশ্য এই ব্যর্থতার জন্য উইকেট অন্যতম একটি কারণ বলে মনে করেন নাসির, ‘পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজের চেয়ে এখনকার উইকেট একটু আলাদাই মনে হচ্ছে আমার কাছে। এসব উইকেটে একটু সময় নিয়ে খেলতে হয়, তা না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের উইকেট যথেষ্টই ব্যাটিং-বান্ধব ছিল।’
এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নাসিরের কণ্ঠে, ‘আমার বিশ্বাস এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আশা করছি পরের ম্যাচেই আমরা ভালো কিছু করতে পারব।’