ক্রিকেটারদের পাশেই আছেন বিসিবি সভাপতি

বিশ্বকাপে চমকপ্রদ সাফল্য। তারপর পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। অথচ সেই দলই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়ে ফেলে টানা তিন ম্যাচ হেরে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান মাশরাফির দলের ব্যর্থতা নিয়ে চিন্তিত। তবে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠকে দুঃসময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিসিবি-প্রধান।
বৈঠক শেষে সংবাদ সম্মেলেন নাজমুল হাসান বলেন, ‘খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। দলের ব্যর্থতার জন্য কোনো কোনো খেলোয়াড়ের অলসতা কাজ করতে পারে। সে ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছে, আরো মনোযোগী হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।’
ক্রিকেটারদের নির্ভয়ে খেলার পরামর্শ দেওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘খেলোয়াড়দের সাহস জোগানোর সব চেষ্টাই আমরা করব। তাদের বলেছি নির্ভয়ে খেলতে। আশা করি দ্রুত সাফল্যের ধারায় ফিরবে বাংলাদেশ।’
দলের ব্যর্থতার জন্য বিসিবির টেকনিক্যাল কমিটির সঙ্গেও কথা বলেছেন নাজমুল হাসান, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে আমরা টেকনিক্যাল কমিটির সঙ্গেও বৈঠক করেছি। তারা কিছু পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী কাজ করার কথা বলেছি টিম ম্যানেজমেন্টকে।’
মুশফিকুর রহিম ও সৌম্য সরকারকে আলাদা করে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘মুশফিককে বলেছি আরো দায়িত্ব নিয়ে খেলতে। কারণ সে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। সে দায়িত্ব নিয়ে খেললে অন্যরাও অনুপ্রাণিত হয়। আর সৌম্যকে বলেছি উইকেটে আরেকটু থিতু হওয়ার জন্য। তাহলে দল আর সে নিজেও উপকৃত হবে।’