ব্যাটসম্যান থেকে ক্রমেই ‘অলরাউন্ডার’ নাসির

মাশরাফি বিন মুর্তজা প্রায়ই বলেন, ‘নাসির আমার দলের অকেশনাল বোলার নয়। সে নির্ভরযোগ্য বোলার।’ অনেকবার নাসির হোসেন তাঁর প্রমাণ দিয়েছেন। রোববার দিলেন আরেকবার। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৬২ রানে বেঁধে ফেলতে বড় অবদান নাসিরের অফব্রেকের। যিনি ব্যাটসম্যান পরিচয় ছাপিয়ে ক্রমেই অলরাউন্ডারে পরিণত হচ্ছেন।
৮ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া নাসিরই দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলার। দলীয় ৫৯ রানে রাইলি রুসোকে বোল্ড করে নাসিরের শিকারের সূচনা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করা ফাফ ডু প্লেসিকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন এরপর। কাইল অ্যাবটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তৃতীয় সাফল্যের আনন্দেও মেতে উঠেছেন। ৫২তম ওয়ানডে খেলতে নামা নাসিরের এটাই ক্যারিয়ারসেরা বোলিং।urgentPhoto
এর আগে চারবার দুটি করে উইকেট নিয়েছিলেন নাসির। ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সেই বোলিং পারফরম্যান্সকে ছাড়িয়ে গেলেন রোববার, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
২০১১ সালের ১৮ অক্টোবর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পাওয়েল ও কাইরন পোলার্ডকে পর-পর দুই বলে ফিরিয়ে দিয়েছিলেন নাসির। সেই ম্যাচে তাঁর বোলিং ফিগার ছিল ২-০-৩-২। রোববারের আগে সেটাই ছিল ওয়ানডেতে নাসিরের সেরা বোলিং।
৫২ ম্যাচ খেললেও ওয়ানডেতে নাসিরের উইকেট বেশি নয়, মাত্র ১৫টি। তবে এই সংখ্যা যে ক্রমেই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।