চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত বাংলাদেশের

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরই। কিন্তু মাঝে গোল পাকিয়েছিল জিম্বাবুয়ে; ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব এনে। আবার নতুন করে হিসাব-নিকাশের খাতা খুলে বসতে হয়েছিল বাংলাদেশকে। সেই হিসাবও খুব বেশি জটিল হয়ে উঠতে দিলেন না মাশরাফি-সাকিবরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে নিশ্চিত করে ফেললেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের টিকেট।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের সুযোগ পাবে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই বাংলাদেশ উঠে এসেছিল সাত নম্বরে। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই অবস্থান হয়েছিল আরো পাকাপোক্ত। বাংলাদেশ যখন মেতে উঠেছিল চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হওয়ার আনন্দে, তখনই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছিল জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ দাঁড়িয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ জিততে হবে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করার জন্য।
টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ ও প্রথম ওয়ানডে হারের পর কিছুটা শঙ্কাতেই হয়তো পড়ে গিয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় দিয়ে সব শঙ্কা দূর করে দিয়েছেন মাশরাফিরা। এখন আর কোনো কিছুতেই আটকাবে না বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ।
৯৪ রেটিং নিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে হেরে গেলে বাংলাদেশের রেটিং নেমে আসবে ৯৩-এ। আর পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ কোনো পরিস্থিতিতেই পাবে না ৯৩ রেটিং। এখন ৮৯ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছে পাকিস্তান। নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৮ রেটিং।