সাক্ষাৎকার
আত্মবিশ্বাসই বাংলাদেশকে অনেকটা এগিয়ে দেয় : নান্নু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/14/photo-1502701752.jpg)
আর কদিন বাকি মাত্র, এর পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজে কেমন করবে বাংলাদেশ, তা নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বের অন্যতম পরাশক্তি দলের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান প্রধান নির্বাচক মিনজুল আবেদীন নান্নু :
প্রশ্ন : শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিশ্চয়ই এটি আমাদের জন্য সুখকর সংবাদ?
মিনহাজুল আবেদীন : অবশ্যই এটি আমাদের জন্য খুশির খবর। অনেকদিন পর হোম সিরিজ খেলতে যাচ্ছি আমরা। খেলোয়াড়দের জন্যও ভালো একটা সুযোগ নিজেদের প্রমাণ করার। আশা করছি এই সিরিজে সাফল্য ঘরে তুলতে পারব আমরা। যা আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
প্রশ্ন : অস্ট্রেলিয়াও বাংলাদেশকে সমীহ করছে, ভাবতে ভালো লাগছে?
মিনহাজুল আবেদীন : অস্ট্রেলিয়া সমীহ করছে, তা শুনতে ভালোই লাগে। সীমিত ওভারের ক্রিকেটের পাশপাশি টেস্টেও আমরা এখন ভালো খেলছি। স্বাভাবিক কারণে তাঁরা আমাদের নিয়ে সতর্ক থাকবে। তবে আমাদের সাফল্য পেতে হলে সব বিভাগেই সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে। মুখে যাই বলুক না কেন, অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। তাই এই সিরিজটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। সাফল্যটা একেবারেই সহজেই পাওয়া যাবে না। কারণ দলটির প্রতিটি বিভাগেই আছেন বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার। আলাদা কন্ডিশন হলেও তারা সহজে ছাড় দেবে না বলে আমার বিশ্বাস। এর জন্য আমাদের সতর্ক মোকাবিলা করতে হবে।
প্রশ্ন : প্রধান নির্বাচক হিসেবে খুবই কাছ থেকে দেখেছেন, কী মনে হচ্ছে বাংলাদেশ এই সিরিজে সাফল্য পাবে?
মিনহাজুল আবেদীন : আমি প্রধান নির্বাচক হওয়ার পর থেকে, গত এক বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল যে অনেক উন্নতি করেছে তার প্রমাণ দলের সম্প্রতিক পারফরম্যান্স। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছি, শ্রীলঙ্কায় দারুণ সাফল্য পেয়েছি, নিউজিল্যান্ড ও ভারত সফরে দল ভালো খেলেছে। সে ধারাবাহিকতায় আশা করছি আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও আমাদের দল ভালো করবে। ভালো কিছু করার মতো সামর্থ্য আমাদের আছেও।
প্রশ্ন : বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বড় আশাবাদের কথা শুনিয়েছেন। তা কি সম্ভব?
মিনহাজুল আবেদীন : অবশ্যই জেতার জন্য আমরা এই সিরিজে খেলব। সিরিজ জিততে পারলে তো ভালোই লাগবে। সেটা যদি সম্ভব হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য তা বিরাট একটি অর্জন হবে। তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে কাজটা একেবারেই সহজেই হবে না। কারণ একটা দল শত বছরের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট খেলছে। তারপরও তাদের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। কারণ ঘরের মাঠে আমরা ইংল্যান্ডকেও হারিয়েছে। ভালো কিছু করার সামর্থ্য আমাদের দলের আছে।
প্রশ্ন : একজন সাবেক ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন সাফল্য পেলে খুশি হবেন আপনি?
মিনহাজুল আবেদীন : অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যে কোন সাফল্যই আমাদের জন্য আনন্দের। অন্তত যদি একটি টেস্টও জিততে পারি, সেটাও আমাদের জন্য বড় অর্জন হবে। আর সিরিজ জিততে পারলে তো সোনায় সোহাগা। আমার বিশ্বাস এই সিরিজে ক্রিকেটাররা নিজেদের উজাড় করে দেবে। নিজেদের মেলে ধরতে তাঁরা প্রস্তুতও বটে।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি দলের বিপক্ষে জয়ের আশা করছে বাংলাদেশ। শক্তির জায়গা কোনটি, যেটি তাদের আশাবাদী করে তুলেছে?
মিনহাজুল আবেদীন : বাংলাদেশের মূল শক্তির জায়গা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই দলকে অনেকটা এগিয়ে দেয়। তা ছাড়া আমাদের প্রতিটি বিভাগেই বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যাদের পারফরম্যান্সের ওপর ভর করে দল সাফল্য পাচ্ছে।
প্রশ্ন : পেসার মুস্তাফিজুর রহমানের সাফল্য পাওয়া কতটুকু জরুরি?
মিনহাজুল আবেদীন : মুস্তাফিজ আগের তুলনায় অনেকটাই উন্নতি করছে। আশা করছি এই সিরিজে ভালো কিছু করতে পারবে। তা ছাড়া চোট থেকে ফিরে এসে সে নিজেও চেষ্টা করছে স্বরূপে ফিরতে। তাঁর মতো প্রতিভাবান ক্রিকেটার ঠিক সময়ে নিজেকে মেলে ধরতে পারলে দলও উপকৃত হবে। তাহলে ঘরের মাঠে আসন্ন সিরিজে দলের সাফল্য পেতে সুবিধা হবে।
প্রশ্ন : ব্যাট হাতে তামিম-মুশফিকরা পারবে জ্বলে উঠতে?
মিনহাজুল আবেদীন : সাফল্য পেতে হলে পুরো দলকেই ভালো করতে হবে। সবাইকেই কম বেশি ঝলক দেখাতে হবে। দুই-একজনের পারফরম্যান্সের ওপর ভর করে দলের বড় কোনো সাফল্য আশা করা যায় না। প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সেরাটা খেলতে হবে। তাহলেই বড় সাফল্য ঘরে তোলা সম্ভব হবে।
প্রশ্ন : গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সে আত্মবিশ্বাস নিশ্চয় কাজে আসবে এই সিরিজে?
মিনহাজুল আবেদীন : শুধু ইংল্যান্ড সিরিজেই নয়, গত এক বছরে আমরা অনেক সাফল্য পেয়েছি। সে আত্মবিশ্বাস এই সিরিজে আমাদের খুবই কাজে আসবে। আমি কাছ থেকে দেখেছি, ক্রিকেটাররা খুবই মরিয়া হয়ে আছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে ভালো খেলতে। এটাই আমাদের আশাবাদী করে তুলতে পারে।