আবারও নিষেধাজ্ঞার মুখে হাফিজ
এপ্রিল মাসেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার বল করার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কা সফরে গিয়ে বল হাতে ভালো নৈপুণ্যও দেখনো শুরু করেছিলেন। কিন্তু দুই মাস পেরোতে না পেরোতেই আবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন পাকিস্তানের এই অফস্পিনার। সন্দেহজনক বোলিংয়ের কারণে এবার এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন হাফিজ।
গত ৬ জুলাই চেন্নাইয়ে আবার পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল ৩৪ বছর বয়সী হাফিজকে। সেখানেই আবার অকৃতকার্য হয়েছেন এই অলরাউন্ডার। ফলে আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাঁকে। হাফিজকে এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়ে আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘দুই বছরের মধ্যে দ্বিতীয়বার সন্দেহজনক বোলিংয়ের কারণে এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন ১২ মাসের জন্য।’
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময় প্রথমবারের মতো সন্দেহের মুখে পড়েছিল হাফিজের বোলিং অ্যাকশন। সেজন্য ডিসেম্বরে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল। এপ্রিলে বোলিং অ্যাকশন সংশোধন করে আবার পেয়েছিলেন বোলিংয়ের অনুমতি। কিন্তু এবার আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর হাত না ঘুরিয়েই থাকতে হবে হাফিজকে।