দুই ম্যাচ নিষিদ্ধ ডি ক্রুইফ
ঠিক দুই মাস আগের ঘটনা। বিশ্বকাপ বাছাইপর্বে সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান। রেফারির একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট লোডভিক ডি ক্রুইফ মাঠের মধ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, ডাগআউটের সামনে থাকা পানির বোতলে লাথি মেরেছিলেন বাংলাদেশ দলের ডাচ কোচ। তার মাশুলও দিতে হয়েছিল। এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ায় তাজিকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে মাঠে থাকতে পারেননি ডি ক্রুইফ। তবে এখন জানা যাচ্ছে তাঁর শাস্তিটা আরো বড়। বাংলাদেশের কোচকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি সাড়ে আট হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।
গত ১১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ১৬ জুন পরের ম্যাচে প্রথমে গোল করেও তাজিকিস্তানের সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। সেই ম্যাচেই মাঠের বাইরে থাকতে হয়েছিল ডি ক্রুইফকে।
দুই ম্যাচ নিষিদ্ধ হলেও এক ম্যাচের শাস্তি এরই মধ্যে ভোগ করে ফেলেছেন বাংলাদেশের কোচ। আগামী ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে ডি ক্রুইফকে। তারপরই তাঁর শাস্তির মেয়াদ শেষ হবে।
কোচের শাস্তি প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ আবু নাঈম সোহাগের মন্তব্য, ‘ফুটবলের সর্বোচ্চ সংস্থার দেওয়া শাস্তি আমাদের মেনে নিতেই হবে। তবে মাঠে থাকতে না পারলেও দলের সঙ্গে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।’