'এবার শিরোপার উল্লাসে মেতে উঠতে চাই'
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/17/photo-1439803413.jpg)
ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকেই ফাইনালে উঠছে বাংলাদেশ। তাই পুরো দল এখন যেন বেশ উজ্জীবিত। দলের এই সাফল্যের পেছনের কারিগর কোচ সৈয়দ গোলাম জিলানি। তাঁর কোচিংয়ে গড়া এই দলটির সামনে এবার শিরোপার হাতছানি। তিনি নিজেও আশাবাদী, ভারতকে হারিয়েই শিরোপার উল্লাসে মেতে উঠবে বাংলাদেশ দল।
সিলেটে অনুষ্ঠিত এই আসরের গ্রুপ পর্বেও এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তাই ফাইনালে জিততেও আশাবাদী সৈয়দ গোলাম জিলানি, ‘এই আসারে দারুণ ফুটবল খেলছে আমাদের তরুণ ফুটবলাররা। কিছু ভুল-ক্রুটি বাদ দিলে এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচেই ধারাবাহিকতা ছিল। ফাইনালে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, আশা করছি ভারতকে এই আসরে দ্বিতীয়বারের মতো হারাতে পারব।’
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ভারতকে। তবে ফাইনালে তাদের হারানো খুব একটা সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘ভারতের এই দলটি যথেষ্টই ভারসাম্যপূর্ণ। তারা খেলেও থাকে বেশ গোছানো ফুটবল। তা ছাড়া দলটির মাঝমাঠ বেশ শক্তিশালী। যদি কৌশলে তাদের মাঝমাঠ আটকে দেওয়া সম্ভব হয় তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে বলে আমার বিশ্বাস।’
তবে তাঁর দলের আক্রমণভাগে কিছুটা দুর্বলতা রয়েছে সেটা স্বীকারও করেন জিলানি, ‘এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই আমরা ভালো খেলেছি ঠিক, কিন্তু আমাদের আক্রমণভাগের ফিনিশিংয়ে কিছুটা ঘাটতি রয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা কাজও করেছি, আশা করছি ফাইনালে স্ট্রাইকারদের পারফরম্যান্সের আরো উন্নতি হবে।’
তবে ফাইনাল ম্যাচ বলে খেলোয়াড়দের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি, ‘গ্রুপ পর্বে এই ভারতকে যে হারিয়েছি, সেই আত্মতৃপ্তিতে ভোগা ঠিক হবে না আমাদের। বরং আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। তাহলে সবকিছু আমাদের পক্ষে আসবে।’