এবার অভিনেতার ভূমিকায় কপিল দেব
তিনি সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ধারাভাষ্যকার আর ক্রিকেট সংগঠকের ভূমিকায়ও সফল। এবার নতুন ভূমিকায় দেখা যাবে কপিল দেবকে। ভূমিকাটা অভিনেতার।
ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার প্লাসের সিরিয়াল ‘সুমিত সাম্ভাল লেগা’র একটি পর্বে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে অভিনয় করতে দেখা যাবে। এই ধারাবাহিকের প্রধান চরিত্র সুমিত একজন ক্রীড়া সাংবাদিক। তাই কাহিনীর সঙ্গে যে খেলাধুলার সম্পর্ক থাকবে, তা বলা বাহুল্য। কপিলের উপস্থিতি সে কারণেই। কপিলের পাশাপাশি জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও যতীন সাপ্রুকেও দেখা যাবে ধারাবাহিকটিতে। বিশ্বের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘এভরিবডি লাভস রেমন্ড’-এর অনুকরণে রচিত হয়েছে ‘সুমিত সাম্ভাল লেগা’র কাহিনী।
কপিল আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন; কিন্তু কখনো রাজি হননি। এবার টিভিতে অভিনয় করতে রাজি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শো করতে চাইছি তার কারণ, এখানে আমি যে রকম সে রকমই থাকতে পারছি। বাড়তি কোনো অভিনয়ের ঝামেলা এখানে নেই। তাই মনে হয়, এটা সামলাতে আমার তেমন কোনো অসুবিধা হবে না।’
অভিনয় করতে পেরে দারুণ খুশি টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ও পাঁচ হাজার রানের দারুণ কীর্তি গড়া কপিল, “এই শো-তে ক্যামেরার সঙ্গে আমার সম্পর্ক একেবারেই অন্য রকম। আমি তো অভিনেতা নই। তা ছাড়া এই ধারাবাহিকের সঙ্গে খেলার একটা সম্পর্কও রয়েছে, যেটা আমার রাজি হওয়ার অন্যতম কারণ। এমনিতেই টেলিভিশনে নির্মল হাসির অনুষ্ঠান আমার বরাবরই খুব প্রিয়। আর এই শোর মূল ধারাবাহিকটিও খুব জনপ্রিয়। সবকিছু মিলিয়ে ‘সুমিত সাম্ভাল লেগা’ আমার পক্ষে সঠিক নির্বাচন বলেই মনে হয়েছে।”
এই ধারাবাহিকের বিষয়, বিয়ের পর কীভাবে একজন পুরুষ মা এবং স্ত্রীর সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলবেন, তা নিয়ে। কপিলের বিবাহিত জীবন প্রায় ৩০ বছরের। ক্রিকেটের বাইশ গজের মতো জীবনের চলার পথেও অসীম ধৈর্যের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। জীবনে ভারসাম্য বজায় রাখতে তাঁর পরামর্শ, ‘কোনো একজনের পক্ষে মতামত দেওয়ার আগে ক্রিকেট মাঠের মতোই সতর্ক থাকা উচিত। একবার ভুল করলেই সোজা বোল্ড আউট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
‘সুমিত সাম্ভাল লেগা’র শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। শুটিংয়ে কপিলের ধৈর্য দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ ইউনিটের প্রত্যেকে। বাচ্চাদের সঙ্গে মিলে সবাইকে মাতিয়ে রাখছেন তিনি। এই ধারাবাহিকে সুমিতের ভূমিকায় অভিনয় করা নমিত দাসের আশা, ক্রিকেট মাঠের মতো টিভিতেও ‘ছক্কা’ হাঁকাবেন কপিল।