অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মারে
চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের তমাস ব্যারদিখকে ৬-৭ (৬/৮), ৬-০, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন দুটি গ্র্যান্ড স্লামজয়ী এই ব্রিটিশ তারকা।
এর আগে তিনবার ফাইনালে উঠলেও কখনোই অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হতে পারেননি অ্যান্ডি মারে। ২০১০ সালের ফাইনালে হেরেছিলেন রজার ফেদেরারের কাছে। আর ২০১১ ও ২০১৩ সালে হার মানতে হয়েছিল নোভাক জোকোভিচের কাছে।
এবারও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দেখা হতে পারে মারে ও জোকোভিচের।
শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই জোকোভিচ ও গতবারের চ্যাম্পিয়ন স্টানিস্লাস ভাভরিঙ্কা।