মুস্তাফিজদের বিপক্ষে সাদামাটা সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/12/photo-1523549798.jpg)
আইপিএলের লড়াইয়ে আজ বৃহস্পতিবার সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ লড়াইেয় নেমেছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া হায়দরাবাদের হয়ে সাকিবের বল হাতে খুব বড় কোনো সাফল্য পাননি, সাদামাটা বোলিং করেছেন। সব মিলে চার ওভারে ৩৪ রান খরচায় এক উইকেট তুলে নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব ওভার প্রতি রান গুনেছেন সাড়ে আট করে। ইনিংসের সপ্তম ওভারে সাকিবের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। মাত্র এক রান দিয়ে আঁটসাঁট ওভারে এদিন বোলিংয়ের শুরুটা করেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।
উইকেটের দেখা পেতে এদিন বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অবশ্য সাকিবকে। যে ওভারে উইকেটের দেখা পেয়েছেন সে ওভারের তৃতীয় আর চতুর্থ বলে টানা দুই চার হাঁকিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। তবে পরের বলেই এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে মুম্বাই অলরাউন্ডারকে ফিরিয়েছেন সাকিবই।
ম্যাচে আর কোনো উইকেটের দেখা পাননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তৃতীয় ওভারে কিরণ পোলার্ডের এক ছয়সহ সাকিব দিয়েছিলেন ১০ রান। নিজের চতুর্থ ও শেষ ওভারে আবারও সাকিবকে ছয় হাঁকান সুরিয়াকুমার যাদব।
বল হাতে সাকিবের দায়িত্বটা আপাতত শেষ। এবার পালা ব্যাট হাতে নামার। নিজেদের ইনিংসে নামার সানরাইজার্সদের সামনে বর্তমান চ্যাম্পিয়নরা ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে।