ভারতের বাধা পেরোলেই ফাইনালে বাংলাদেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440595208.jpg)
সম্প্রতি ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে দুবার হারিয়েছে বাংলাদেশ। প্রথমে গ্রুপ পর্বে এবং পরে ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপার উল্লাসে মেতে উঠেছে কিশোর ফুটবলাররা। এবার তাদের ‘বড় ভাই’দের সামনেও একই প্রতিপক্ষ। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের ললিতপুরে আনফা একাডেমি মাঠে বিকেল ৪টায় শুরু হবে দুই দলের ফাইনালে ওঠার লড়াই।
বাংলাদেশ ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছে। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। পরের ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হেরে যায় স্বাগতিক নেপালের কাছে।
অন্যদিকে ভারত দুই ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে তারা।
সিলেটে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে দারুণ খেলেছে বাংলাদেশ। ভারতকে দুবার হারিয়ে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে খুশির জোয়ারে ভাসিয়ে দিয়েছে কিশোর ফুটবলাররা। এবার অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের পালা। ছোটদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারাও কি ভারতকে হারাতে পারবে?