শেষ মিনিটের গোলে সেমিতে রিয়াল
প্রতিপক্ষ লেগানেস হওয়ায় জয় পেতে খুব একটা কষ্ট হবে রিয়াল মাদ্রিদের। এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে, মাঠের লড়াইয়ে ছোট দল বলে যে কিছুই নেই, সেটাই টের পেল রিয়াল। দুই গোলে পিছিয়ে পড়ার পরও রিয়ালের জালে লেগানেস পুরেছে দুই গোল। গার্সিয়ার শেষ মিনিটের গোলে সেমি নিশ্চিত করেই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে লেগানেসের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় পায় রিয়াল। বাকি দুটি গোল করেন লুকা মদ্রিচ ও এন্ড্রিক। লেগানেসের হয়ে জোড়া গোল করেন হুয়ান ক্রুজ।
দুই তারকা এমবাপ্পে ও জুড বেলিংহাম না থাকায় কিছুটা চাপে ছিল রিয়াল। এর ওপর প্রথমার্ধে বেঞ্চে ছিলেন আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শুরুতেই রিয়ালকে চেপে ধরে লেগানেস। প্রথম আট মিনিটেই রিয়ালের গোল অভিমুখে আটটি শট নেয় তারা। তবে, গোলের দেখা পায়নি।
উল্টো ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান মদ্রিচ। এবারের কোপা দেল রেতে এটি মদ্রিচের দ্বিতীয় গোল। এরপর আরও বেশকিছু আক্রমণ করে রিয়াল। যার ফল হিসেবে ২৫তম মিনিটে ফের লিড নেয় দলটি। এবার স্কোরশিটে নাম লেখান এন্দ্রিক।
সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কোপা দেল রের এবারের মৌসুমে এটি তার তৃতীয় গোল। ২-০ গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি লেগেনাস। যার ফলশ্রুতিতে ম্যাচের ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর সমতায় ফেরে লেগানেস। দলের পাশাপাশি নিজের দ্বিতীয় গোল করেন ক্রুস। লেগানেস সমতায় ফিরলে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় রিয়াল। একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ের ব্যর্থতার জন্য গোলের দেখা পাচ্ছিল না দলটি। সেই আক্ষেপ মেটান ৮২তম মিনিটে এন্দ্রিকের বদলি হিসেবে নামা গার্সিয়া। ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে দারুণ হেডে তিনি বল জালে জড়ান। তার এই গোলেই জয় নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের।
ম্যাচ শেষে গার্সিয়া বলেছেন, ‘অভিষেকের চেয়েও এই দিনটি বিশেষ কিছু। ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখে আসছি, (রিয়ালের হয়ে) গোল করব, আর সেটাও এত গুরুত্বপূর্ণ। নিজেকে সুখীর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে।’