আজ কি পারবেন মুস্তাফিজ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছিল দুরন্ত। নিজের প্রথম মৌসুমেই দলকে শিরোপা পাইয়ে দিতে রেখেছিলেন মূল ভূমিকা। বল হাতে ১৭ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে। দুই বছর হায়দরাবাদে কাটানোর পর এবারের আইপিএলে বাংলাদেশের কাটার মাস্টারের ঠিকানা হয় মুম্বাই ইন্ডিয়ানস।
হায়দরাবাদের উল্টো দিকে যার অবস্থান। আরেক বাংলাদেশি সাকিব আল হাসানের দল যেখানে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে, সেখানে কাটার মাস্টারের মুম্বাই কোনো ম্যাচ জিততেই পারেনি। তাই পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।
এমন বিপর্যস্ত অবস্থায় আজ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে মুস্তাফিজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। মুম্বাইয়ের মতো খারাপ অবস্থা না হলেও তারকাসমৃদ্ধ বিরাট কোহলির দল মাত্র একটা ম্যাচ জিতেছে। এমন অবস্থায় মুস্তাফিজ আজ কি পারবেন দলকে জয় উপহার দিতে?
এর আগে মুম্বাই টুর্নামেন্টে তিন ম্যাচ খেলেছে। তিন ম্যাচের দুটি ম্যাচের শেষ ওভারে কাটার মাস্টার মুস্তাফিজের ওপরই ভরসা করেছে দলটি। শেষ ওভারের জন্য রোহিত শর্মা তাঁর হাতেই বল তুলে দেন। কিন্তু দুবারই দলকে হতাশ করেন বাংলাদেশি এই তারকা।
অবশ্য মুস্তাফিজের পারফরম্যান্স যথেষ্টই ভালোই। তিনি ম্যাচে ৮৮ রান খরচায় তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। তবে প্রথম মৌসুমের মতো বল হাতে তিনি জ্বলে উঠলে আবারও দল ফিরে আসবে জয়ের ধারায়। মুস্তাফিজের এমন ঝলক দেখারই অপেক্ষায় তাঁর ভক্ত- সমর্থকরা।