জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের কী দুঃসময়টাই না পার হয়েছে। টেবিলের তলানির দলের কাছে ১-০ গোলে হেরে লজ্জায় পড়ে গিয়েছিল হোসে মরিনিয়োর দল। সেই হারের ফলে নিশ্চিত হয়ে যায় তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপাও।
ওই ম্যাচ ব্যর্থতায় ম্যানচেস্টার সিটিকে যেন শিরোপা নিজেদের হাতে উপহার দিয়ে আসে ম্যানইউ। ফলে পাঁচ ম্যাচ হাতে রেখে লিগ জিতে নেয় ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। সেই হারের পর কাল রাতে বোর্নমাউথের মাঠে নেমেছিল ইউনাইটেড। ২-০ গোলের জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান আরো পাকাপোক্ত করল মরিনিয়োর দল।
ম্যাচের প্রথম দিকে কোনো আক্রমণের সুযোগ পায়নি ম্যানইউ। ম্যাচের ২৮ মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন ক্রিস স্মলিং। লিনগার্ডের পাসে পা ছুঁয়ে গোলে পরিণত করেন ইংলিশ ডিফেন্ডার। প্রথমার্ধে এই গোল বাদে বেশ ম্যাড়মেড়ে খেলা উপহার দেয় ম্যানইউ। আর তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরেই যেন প্রাণ ফিরে পায় মরিনিয়োর শিষ্যরা। তারা আক্রমণাত্মক খেললেও ৫৬ মিনিটে বোর্নমাউথের ফুটবলার উইলসন গোলের সহজ সুযোগ পান। যদিও তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেননি। ৭০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলের লিড এনে দেন রোমেলু লুকাকু। পল পগবার সহায়তায় বোর্নমাউথের বিপক্ষে নিজের সপ্তম গোল করেন এই বেলজিয়াম স্ট্রাইকার। ম্যাচের বাকি সময় গোল না হলে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৭৪ পয়েন্ট। লিভারপুল তাদের থেকে এখনো ৪ পয়েন্ট পিছিয়ে আছে।