শিরোপা থেকে আরেকটি জয় দূরে বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। এ নিয়ে হয়তো আফসোসের অন্ত নেই বার্সা সমর্থকদের। তবে সেই হতাশা কাটিয়ে খুব দ্রুতই লা লিগার শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারবে তারা। শিরোপা জয়ের জন্য আর মাত্র একটি জয় দরকার কাতালানদের।
এবারের লা লিগার শিরোপাটা যে বার্সেলোনার ট্রফি কেসেই উঠছে, তা বোঝাই যাচ্ছিল। এবারের মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বেশ খানিকটাই পেছনে ফেলে দিয়েছে বার্সা। তাদের প্রধান লড়াইটা ছিল মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকোর বিপক্ষে। সেই আতলেতিকো মাদ্রিদ তাদের সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়ায় সমীকরণটা সহজ হয়ে গেছে বার্সার জন্য।
লা লিগার এবারের মৌসুমে বাকি আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। ৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার ঘরে জমা হয়েছে ৮৩ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহ ৭১ পয়েন্ট। শেষ পাঁচটি ম্যাচ যদি আতলেতিকো জিততে পারে, তাহলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৮৬ পয়েন্ট। বার্সা যে অবস্থানে যেতে পারবে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেলে। দুই দলেরই সংগ্রহ যদি ৮৬ পয়েন্ট থাকে, তাহলেও গোল ব্যবধানের কারণে এগিয়ে থাকবে বার্সেলোনা।
বার্সেলোনাকে টপকে শিরোপা জয়ের আশা অবশ্য আতলেতিকোর খুব বেশি ছিল না। তারপরও মাঝারি সারির ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানের হারটা নিশ্চিতভাবেই হতাশ করেছে আতলেতিকো সমর্থকদের। প্রথমার্ধের ২৭ মিনিটে একটি গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আতলেতিকো। আর খেলার একেবারে শেষ পর্যায়ে, ৮০ ও ৯২ মিনিটে দুটি গোল করেছেন সোসিয়েদাদের বদলি ফরোয়ার্ড জুয়ানমি।