অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্ত হাফিজ
গত অক্টোবরে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাকিস্তান শিবিরের জন্য দুঃসংবাদ হয়ে আসে এই ৩৭ বছর বয়সী খেলোয়াড়ের দল থেকে ছিটকে পড়া। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরে এসেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি ফরম্যাটের সাবেক এই অধিনায়ক। আইসিসি তাঁকে অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্ত করে দিয়েছে। ফলে বৈধতা পেয়েছে তাঁর বোলিং অ্যাকশন।
হাফিজের অবৈধ বোলিংয়ের জন্য নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। এর আগে প্রথম বার নিষিদ্ধ হয়েছিলেন ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে। যদিও তখন নিয়ম-নীতি শীথিল থাকায় দ্রুতই ফিরে গেছেন ক্রিকেটের ২২ গজে। তবে ২০১৪ সালে নতুন নিয়মের মারপ্যাঁচে রিপোর্টেড হন দুবার। নিয়মানুযায়ী ১২ মাস মাঠের বাইরে থাকতে হয় পাকিস্তান শিবিরের অন্যতম ভরসা এই ক্রিকেটারকে। এরপর গত বছর অক্টোবরে আবার বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কিত হন এই পাকিস্তানি।
কয়েক মাস অ্যাকশনের ওপর কাজ করতে হয় এই তারকার। ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর আইসিসি পরিষ্কারভাবে বলে দিয়েছে হাফিজের বোলিং অ্যাকশন বৈধ এবং খেলা চালিয়ে যেতে সমস্যা নেই এই পাকিস্তানি তারকার।
অবশ্য, ২০০৫ সাল থেকে শুরু করে বৈধ-অবৈধতার যে লুকোচুরি, তাতে এক প্রকার অভ্যস্থই হাফিজ। তবে প্রায় ছয় মাস পর পাকিস্তান শিবিরের অন্যতম ভরসা এই খেলোয়াড়কে পেয়ে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান শিবির।