মাঝারি স্কোরেই দিল্লিকে আটকে রাখল সাকিবরা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে সানইরাজার্স হায়দরাবাদের জার্সিতে বল হাতে আবারও উইকেটশূন্য দিন কেটেছে সাকিব আল হাসানের। ঘরের মাঠে প্রথম দিকে একটু পিছিয়ে থাকলেও শেষদিকে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাঁর দল অবশ্য দিল্লি ডেয়ারডেভিলসকে বেঁধেছে মাঝারি স্কোরেই।
টস জিতে ব্যাটিং বেছে নেয়া দিল্লি বড় স্কোরের ভিত পেলেও ইনিংসের শেষের ওভারগুলোতে হায়দরাবাদ দ্রুত তিন উইকেট তুলে নেওয়ায় বড় পুঁজির দেখা পায়নি। নিজেদের ইনিংসে দিল্লির সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার সাকিবকে তৃতীয় ওভারেই আক্রমণে এনেছিলেন হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসন। এদিন অবশ্য প্রথম বলে ছয় হজম করেই বাঁহাতি স্পিনার শুরু করেন বোলিংয়ের। সে ওভারে দিয়েছিলেন ১০ রান।
পরের ওভারে ছয় রান দিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ফেরার। নিজের তৃতীয় ওভারে এসে সাকিবকে দিতে হয়েছে ১৪ রান। অবশ্য কোটার শেষ ওভার করতে এসে বাংলাদেশি অলরাউন্ডার ছিলেন বেশ মিতব্যয়ী। ইনিংসের ১৮তম ওভারে সাকিব দিয়েছেন মাত্র চার রান।
আগের দুই ম্যাচে দারুণ ব্যাট করা দিল্লির দুই তরুণ পৃথ্বী শ ও দলনায়ক শ্রেয়াস আইয়ারও ছিলেন উজ্জ্বল। ৩৬ বলে ৬৫ রান করেছেন পৃথ্বী। অন্যদিকে অধিনায়ক টানা তৃতীয় অর্ধশতকের পথে হেঁটেও ফিরেছেন ৩৬ বলে ৪৪ রান করে। আফগান লেগ-স্পিনার রশিদ খান হায়দরাবাদের হয়ে তুলে নিয়েছেন দুই উইকেট।