রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবে কি বার্সেলোনা?

আজ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণ ‘এল ক্ল্যাসিকো’। ক্লাব ফুটবলের ইতিহাসে শীর্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে নামবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। লা লিগায় এল ক্ল্যাসিকো মানেই ম্যাচে টানটান উত্তেজনা। তবে ম্যাচের আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতে যাওয়ায় পরের ম্যাচে প্রথা অনুযায়ী প্রতিপক্ষ দলকে ‘গার্ড অব অনার’ দেওয়ার কথা। কিন্তু জিনেদিন জিদান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বার্সেলোনাকে এই সম্মান দিতে তাঁরা নারাজ। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও জিদানের কথার সঙ্গে সম্মতি জানান।
লিগে এখন পর্যন্ত অপরাজিত দল বার্সেলোনা। আজ রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেলে এই রেকর্ড ভেঙে যাবে লিওনেল মেসিদের। স্বাভাবিকভাবেই রিয়ালও চাইবে এল ক্ল্যাসিকোর মতো উত্তেজনাকর ম্যাচটি জিতে নিতে।
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এই ক্ল্যাসিকো দ্বৈরথ হবে ২৩৭ বারের মতো। এর আগে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ ও অন্যান্য প্রতিযোগিতা মিলে ২৩৬ বার মুখোমুখি হয়েছে দুদল। যার মধ্যে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৯৫ ম্যাচে, বার্সেলোনা ৯২ ম্যাচে এবং ড্র হয়েছে ৪৯টি ম্যাচ।
আজ রাতের ম্যাচের মাধ্যমে অপরাজিত থেকে প্রথমবারের মতো লিগ শেষ করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বার্সেলোনা। পাশাপাশি এই ম্যাচটাই বার্সার জার্সি গায়ে আন্দ্রেস ইনিয়েস্তার শেষ ক্ল্যাসিকো। তাই স্বাভাবিকভাবেই সতীর্থরা চাইবে ইনিয়েস্তাকে জয় উপহার দিতে। ইনিয়েস্তার কাছেও ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। স্প্যানিশ এই মিডফিল্ডারের পায়ের পাতায় হালকা ইনজুরি আছে। তবুও তিনি ম্যাচ খেলবেন বলে নিশ্চিত করেছেন দলের কোচ ভালভার্দে।
ইনিয়েস্তা খেললেও এল ক্ল্যাসিকো মিস করছেন অ্যালেক্স ভিদাল, আন্দ্রে গোমেজ ও ইয়েরি মিনা। অন্যদিকে, আজ বার্সা জিতলে দলের হয়ে প্রথম ক্ল্যাসিকো জয়ের স্বাদ পাবেন উসমানে ডেম্বেলে ও ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো।