Beta

আর্সেনাল ফুটবলার হলেন বাংলাদেশ দলের কোচ

১৭ মে ২০১৮, ২০:১৪

স্পোর্টস ডেস্ক

এমন একটা গুঞ্জন উঠেছিলই যে, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব পেতে যাচ্ছেন ব্রিটিশ কোচ জেমি ডে। শেষ পর্যন্ত সাবেক এই আর্সেনাল ফুটবলারের কাঁধেই চাপল বাংলাদেশ ফুটবল দলের ভার। তালিকায় আরেকজন অস্ট্রেলীয় কোচ থাকলেও জেমিকেই বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে এমনটাই। আসছে সেপ্টেম্বরে ঢাকাতেই বসছে সাফ ফুটবলের আসর। ঘরের মাঠের টুর্নামেন্টকে সামনে রেখে যেখানে ফুটবলারদের ব্যস্ত থাকার কথা নিজেদের ঝালিয়ে নেওয়ায়, সেখানে কোচের অভাবে হচ্ছিল না কিছুই।

তরুণ এই ইংলিশ কোচের অধীনে বাংলাদেশ দল প্রস্তুতিটা শুধু সাফের জন্যই নেবে না, সাথে এশিয়ান গেমসের জন্যও তৈরি হবে দল। আগস্টে শুরু হবে এশিয়ান গেমস।

৩৮ বছর বয়সী জেমি প্রায় দুই মৌসুম (১৯৯৭-১৯৯৮) ছিলেন আর্সেনালের স্কোয়াডে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরেক ক্লাব বোর্নমাউথের হয়েও মাঠে নামা এ ব্রিটিশ ফুটবলার অবশ্য এখন পর্যন্ত কোনো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি।

আগের অস্ট্রেলীয় অ্যান্ড্রু ওর্ডের মতো জেমিও বেশ তরুণ একজন কোচ। বাংলাদেশ দলই হতে যাচ্ছে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।  

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement