সাকিবদের হারিয়ে টিকে রইল কোহলিদের আশা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবারের লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সাকিব আল হাসান বল হাতে আবারও কাটিয়েছেন অনুজ্জ্বল একটা দিন, ব্যাট হাতেও নামার সুযোগ হয়নি তাঁর। বাংলাদেশি অলরাউন্ডারের ব্যর্থতার দিনে ম্যাচ জিতে টুর্নামেন্টের শেষ চারে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল বিরাট কোহলির দল।
ঘরের মাঠে টসে হেরে কোহলির দলকে নামতে হয়েছিল ব্যাটিংয়ে। নির্ধারিত ওভারে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বেঙ্গালুরুর ছয় উইকেট হারিয়ে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে হায়দরাবাদের ইনিংস থেমে যায় ২০৪ রানে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সাকিব এদিন দ্বিতীয় ওভারেই আসেন বোলিংয়ে। তবে প্রথম দুই ওভারে ১৯ রান দিয়ে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি এই স্পিনার। পরের ওভারটায় অবশ্য দিয়েছিলেন মাত্র তিন রান। শেষ ওভারে আবারও ১৩ রান গুনে সব মিলিয়ে চার ওভারে ৩৫ রান দিয়ে নিজের কোটা শেষ করেন সাকিব। এ ম্যাচেও উইকেটের মুখ দেখেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
সানরাইজার্স বোলার বাসিল থাম্পির কপালে জুটেছে আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার লজ্জার এক রেকর্ড। চার ওভার বল করে ৭০ রান খরচ করেছেন থাম্পি। তবে বেঙ্গালুরুর মাঠে হায়দরবাদ বোলারদের ভরাডুবির দিনে রশিদ খান নিয়েছেন তিন উইকেট। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৬৯ রান এসেছিল এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে হায়দরাবাদও লড়েছে সমানতালে। অ্যালেক্স হেলসকে নিয়ে শিখর ধাওয়ান গড়েছেন পঞ্চাশ ছুঁইছুঁই জুটি। তবে ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যানকে বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে আটকে দেন ভিলিয়ার্স।
হায়দরাবাদ দলপতি কেন উইলিয়ামসন (৮১) লড়াইটা চালিয়ে যান মনিশ পান্ডেকে (৬২*) সঙ্গে নিয়ে। দুজনের ১৩৫ রানের জুটিও অবশ্য জয় এনে দিতে পারেনি সবার আগে প্লে-অফ নিশ্চিত করা হায়দরাবাদকে।