ডি ভিলিয়ার্সের ঝুলিতে যত রেকর্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/23/photo-1527086079.jpg)
খবরটা শুনে পুরো ক্রিকেট বিশ্বই একরকম স্তব্ধ হয়ে গেছে, এত দ্রুত কেন অবসরের ঘোষণা দিলেন এবি ডি ভিলিয়ার্স। অবশ্য দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান জানিয়েছেন দিয়েছেন এর কারণ। তিনি ক্লান্ত। তবে যতদিন খেলেছেন, সারা দুনিয়াকে মাত করেছেন। তাই ঝুলিতে পুরেছেন অসংখ্য রেকর্ড।
এক নজরে জেনে নেওয়া যাক ডি ভিলিয়ার্সের যত রেকর্ড :
* ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ডি ভিলিয়ার্সের। মাত্র ৩১ বলে ১০০ করেছিলেন।
* ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। মাত্র ১৬ বলে ৫০ করেছিলেন ডি ভিলিয়ার্স ।
* ওয়ানডে ক্রিকেটে মাত্র ৬৪ বলে ১৫০ রান করে দুর্দান্ত রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স।
* টেস্টে দক্ষিণ আফ্রিকায় হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ তাঁর, অপরাজিত ২৭৮ রান।
* দুইবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন (২০১৪, ২০১৫)।
* জ্যাক ক্যালিসের পর ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী (৯৫৭৭)।