বিশ্বকাপ ১৯৭৮
প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা
দুয়ারে কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর, বিশ্বকাপ। আর মাত্র ১৯ দিন পরেই পুরো বিশ্ব মেতে উঠতে যাচ্ছে ফুটবলের উন্মাদনায়, যার আঁচটা পাওয়া যাচ্ছে এখন থেকেই। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এনটিভি অনলাইনও নিয়ে এসেছে বিশেষ আয়োজন। আজ পাঠকদের সামনে হাজির করা হচ্ছে ১১তম বিশ্বকাপের গল্প। ১৯৭৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের অনেক অজানা কথা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন :
বিশ্বকাপের দ্বিতীয় আসর থেকেই আর্জেন্টিনার চাওয়া ছিল ঘরের মাঠে এই টুর্নামেন্ট আয়োজনের। এ দাবিতে বিশ্বকাপও বর্জন করেছিল লাতিন আমেরিকার এ দেশ। শেষমেশ ৪৮ বছর পর আর্জেন্টিনা ১৯৭৮ সালে হয়েছিল বিশ্বকাপের স্বাগতিক। আর প্রথম বিশ্বকাপও জিতেছিল তারা সেবারই।
১৯৭৮ বিশ্বকাপের বল ‘ট্যাঙ্গো’। ছবি : সংগৃহীত
দেশটির মোট পাঁচটি শহরের ছয় মাঠে গড়িয়েছিল আসরের ৩৮টি ম্যাচ। বিশ্বকাপের ১১তম আয়োজনের মাসকট ছিল ‘গৌচিতো’ নামের আর্জেন্টিনার জার্সি পরিহিত এক অশ্বারোহী বালক যার জার্সিতে লেখা ছিল ‘আর্জেন্টিনা ৭৮’।
সব মিলিয়ে ২৫ দিন ১৬টি দল লড়েছিল সে বিশ্বকাপের লড়াইয়ে। স্বাগতিক আর্জেন্টিনা ছাড়া ব্রাজিল, পেরু, মেক্সিকো, তিউনেসিয়া, ইরান, অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন ও পশ্চিম জার্মানি অংশ নিয়েছিল আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপে। বিশ্বকাপে সেবারই শেষবার দেখা গিয়েছিল ১৬ দল।
১৬ দলকে চার ভাগে ভাগ করে গড়িয়েছিল গ্রুপ পর্বের লড়াই। প্রথম পর্বের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিল আট দল। সেই আট দলকে আবার দুই ভাগে ভাগ করে দ্বিতীয় পর্বের লড়াই গড়িয়েছিল মাঠে।
আর্জেন্টিনা বিশ্বকাপের মাসকট ‘গৌচিতো’। ছবি : সংগৃহীত
দ্বিতীয় রাউন্ডের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নেদারল্যান্ডস ও ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে স্বাগতিক আর্জেন্টিনা ওঠে ফাইনালে। ইতালিকে পরাজিত করে ব্রাজিল হয়েছিল তৃতীয়।
বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে গড়িয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল। ৯০ মিনিটের খেলা দুই দলই শেষ করেছিল ১-১ ব্যবধানে। অতিরিক্ত সময়ে অবশ্য আরো দুই গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।