নতুন মাইলফলক গড়া হলো না সাকিবের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/28/photo-1527445180.jpg)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনাল ম্যাচটার আগে সাকিব আল হাসান কিংবা মাহেন্দ্র সিং ধোনি দুজনই দাঁড়িয়ে ছিলেন একটা মাইলফলকের সামনে। ১১তম আসরের শিরোপাটা জিতবেন যিনি তিনিই হাতে তুলতেন আইপিএলের তৃতীয় ট্রফি। সাকিব পারলেন না, শেন ওয়াটসনের শতকে ভর করে ধোনি ক্যাবিনেটে রেখে দিলেন তিন নম্বর শিরোপাটা।
মুম্বাইয়ের মাঠে আজ রোববার ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে ১৭৮ রান। জবাবে ওয়াটসনের দুর্দান্ত এক অপরাজিত শতকে আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।
ওয়াংখেড়েতে এদিনও ব্যাট হাতে দারুণ শুরু করেও সাকিব ফিরেছেন ২৩ রান করে। ১৫ বলে দুই চার আর এক ছয় হাঁকিয়ে ফিরে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইউসুফ পাঠানের সংগ্রহ ছিল যথাক্রমে ৪৭ ও অপরাজিত ৪৫ রান।
বল হাতে সাকিব এদিন নিষ্ক্রিয়ই ছিলেন। নিজের প্রথম ওভারেই ১৫ রান দিলে উইলিয়ামসন আর বোলিংয়েই আনেননি বাংলাদেশি অলরাউন্ডারকে।
নিজেদের ইনিংসে একটু মন্থর শুরু করলেও ওয়াটসন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে চেন্নাইয়ের জয়ের তরী ভিড়িয়েছেন বন্দরে। ৫৭ বলে ১১ চার আর আট ছক্কায় অপরাজিত ১১৮ রান তাঁকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কারও।