প্রথম রাউন্ডেই বিদায় গতবারের শিরোপাজয়ী
গত বছর টেনিসবিশ্বকে চমকে দিয়েছিলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো। মাত্র ১৯ বছর বয়সে এক নম্বর তারকা সিমোনা হালেপকে হারিয়ে জিতে নিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এবারের আসরে কে জানত চমক অপেক্ষা করছিল গতবারের শিরোপাজয়ী এই তারকার জন্যই। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হলো এই লাটভিয়ান টেনিস খেলোয়াড়কে।
ক্যাথেরিনা কোজলোভার কাছে ৭-৫, ৬-৩ গেমে হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিতে হয় ২০ বছর বয়সী ওস্তাপেঙ্কোকে। শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনকভাবে বিদায় নিতে হয় লাটভিয়ান এই তারকাকে। ওস্তাপেঙ্কোর আগে ২০০৫ সালে একই লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয় রাশিয়ার তারকা আনাস্তাসিয়া মিসকিনাকে। মিসকিনা ২০০৪ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেও পরের বছরই তাঁকে ফিরে যেতে হয় প্রথম রাউন্ড থেকেই।
ওস্তাপেঙ্কোর ম্যাচে হেরে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। ইউক্রেনের তারকা খেলোয়াড় কোজলোভা দুর্দান্ত খেলেছেন। প্রথম সেটে মেডিকেল ব্রেক নিয়েও নিজের পুরো সামর্থ্য দিয়ে তিনি প্রথম সেট জিতে নিয়েছেন। প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেটে ২৪ বছর বয়সী ইউক্রেনের তারকা কোজলোভার কাছে পাত্তাই পাননি গতবারের শিরোপাজয়ী ওস্তাপেঙ্কো। দ্বিতীয় সেট অনায়াসে জিতে নেওয়ার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন লাটভিয়ান তারকা।
এই ম্যাচে হেরে যাওয়ায় ওস্তাপেঙ্কো বিশ্বের ষষ্ঠ তারকা, যিনি শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। ওস্তাপেঙ্কোর আগে একই দশা হয়েছিল রাশিয়ার তারকা আনাস্তাসিয়া মিসকিনা ও সভেতলানা কুজনেতসোভা, জার্মান তারকা স্টেফি গ্রাফ, অ্যাঞ্জেলিক কারবার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ক্যাপ্রিয়াতির।