বাংলাদেশের বিপক্ষে আফগানদের টি-টোয়েন্টি দল
বাংলাদেশের বিপক্ষে ভারতের মাঠে আফগানিস্তান নামতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজে। দেরাদুনে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের জন্য দেশটির বোর্ড ঘোষণা করেছে ১৬ সদস্যের দল।
বিশ ওভারের সংস্করণটির র্যাংকিংয়ে দশে আছে বাংলাদেশ। আর দুই ধাপ ওপরে, ৮ নম্বরে আছে আফগানিস্তান। ফলে দুই দলের প্রথম মুখোমুখি এই টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই-ই চাইবে আফগানরা। সেদিকটা মাথায় রেখে শক্তিশালী দল গড়ার দিকেই মনোযোগী ছিলেন আফগানিস্তানের নির্বাচকরা। স্পিনের আক্রমণে থাকছেন মুজিব-উর-রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবী।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদে রশিদ ও মুজিব ছিলেন তাঁর সতীর্থ। কিংস ইলেভেনের হয়ে চোটে পড়লেও শেষ মুহূর্তে সেরে ওঠায় দলে রয়েছেন মুজিব।
আজগর স্টানিকজাইকের নেতৃত্বে আগামী ৩, ৫ ও ৭ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠেই গড়াবে দুই দলের সব টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের পাশাপাশি আফগান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাঁদের অভিষেক টেস্টের দলও। অবশ্য বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা স্কোয়াডের ১১ জনই গিয়েছেন বদলে। সাদা পোশাকে দেশের প্রথম টেস্টেও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আজগর।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির আফগান দল
আজগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নাজিবউল্লাহ তারাকাই, উসমান ঘানি, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকউল্লাহ শাফাক, দারউইশ রসুলি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, করিম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দিন আশরাফ, মুজিব-উর-রহমান, শাপুর জাদরান, আফতাব আলম।
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের আফগান দল
আজগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমদি, ইহসানউল্লাহ জান্নাত, রহমত শাহ, নাসির জামাল, হাসমতউল্লাহ আফ্রিদি, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জহির খান, হামজা হটাক, সাইয়্যেদ আহমেদ শেরজাদ, মুজিব-উর-রহমান, ইয়ামিন আহমদজাই, ওয়াফাদার মোমান্দ।