আচমকা রিয়ালের দায়িত্ব ছাড়লেন জিদান
এই তো দিন পাঁচেক আগেই জিনেদিন জিদান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর দলকে টানা তিনবার বানিয়েছেন ইউরোপের সেরা। মাদ্রিদের ক্লাবটির ডাগআউটে তিন মৌসুম কাটিয়ে আচমকাই আজ বৃহস্পতিবার সাবেক ফরাসি এই ফুটবলার সরে দাঁড়ালেন ক্লাবটির কোচের পদ থেকে।
সিদ্ধান্তটা ব্জ্রপাতের মতোই চমকে দিয়েছে মাদ্রিদ ভক্তদের। চমকাবেই না কেন, মাত্রই পেয়েছে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে আধুনিক সংস্করণের একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা! কোনো পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন গড়ানোর কথা ছিল না স্পেনের রাজধানী মাদ্রিদে। জিদান বিদায়ের ঘোষণা শুনাতেই ডাকলেন সাংবাদিকদের।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিদায়ের ঘোষণা দিয়ে ক্লাবটিরই সাবেক এই তারকা ফুটবলার বলেছেন, ‘পরবর্তী মৌসুম থেকে রিয়ালের কোচ হিসেবে আমি আর থাকছি না। ক্লাবটিকে আমি ভীষণ ভালোবাসি আর এ কারণেই রিয়ালে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আমি আর ইচ্ছুক নই।’
তিন-তিনবার ইউরোপ সেরা হওয়া গেছে সত্যি, তবে লা-লিগায় কিন্তু মেলেনি সেই রকম সাফল্য। দ্বিতীয় মৌসুমেই অবশ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপার সঙ্গে পেয়েছিলেন স্প্যানিশ লিগের শ্রেষ্ঠত্বও। তবে দায়িত্ব পাওয়া প্রথম ও শেষ মৌসুম (২০১৫-১৬ ও ২০১৭-১৮) ধরে জিদানকে লা-লিগা পর্ব শেষ করতে হয়েছে রানার্সআপ হয়েই।
হতাশাটা ফুটে উঠেছে তাঁর কণ্ঠেও, ‘আমার মনে হয় আমি যদি দায়িত্বে থাকি তবে মাদ্রিদের জন্য জেতাটা কঠিন হয়ে পড়বে। এ বছর কোপা দেল রের দিকে তাকান, এটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না।’
২০১৬ সালের ৪ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর জিদানের অধীনে মোট ১৪৯টি ম্যাচে মাঠে নেমেছে রিয়াল। যার মধ্যে জিতেছে ১০৪টি ম্যাচে, হারতে হয়েছে ২৯টিতে আর সমতায় শেষ হয়েছে ১৬টি ম্যাচ। ফরাসি এই তারকার অধীনে ৩৯৩টি গোল পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। তিন মৌসুমে মোট নয়টি শিরোপা জিতেছেন জিদান।