লিডস টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে দারুণ দাপট দেখিয়ে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। লিডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানকে মাত্র ১৭৪ রানে গুটিয়ে দিয়েছিলেন ইংলিশ বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ১০৬ রান জমা করে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে এখনো অবশ্য তারা পিছিয়ে আছে ৬৮ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল পাকিস্তান। মাত্র ১৭ রান সংগ্রহ করতেই সাজঘরমুখী হয়েছিলেন দুই ওপেনার ইমাম-উল-হক ও আজহার আলী। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন হারিস সোহেল ও আসাদ শফিক। তাঁদের ব্যাট থেকে এসেছিল ২৮ ও ২৭ রান। কিন্তু দুজনেই সাজঘরে ফেরেন প্রথম সেশনেই। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ খানও ফিরে যান মাত্র ১৪ রান করে। শেষপর্যায়ে ৫৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহ কিছুটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান সাদাব খান। মাত্র ৪৮.১ ওভার ব্যাটিং করেই পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৭৪ রানে। ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে তিনটি করে উইকেট নিয়েছেন তিন পেসারা জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৩ রান জমা করেন অ্যালিস্টার কুক ও কিটন জেনিংস। ২৯ রান করে জেনিংস ফিরে গেলেও কুক পাকিস্তানের বোলারদের নাজেহাল করেছেন আরো বেশ কিছুক্ষণ। শেষপর্যন্ত অবশ্য তিনিও সাজঘরে ফিরেছেন ৪৬ রান করে। ২৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট।