উরুগুয়ে-মিসরের প্রথমার্ধ গোলশূন্য
দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ নেই। চোটের কারণে প্রথম একাদশের বাইরে তিনি। কিন্তু তাঁর সতীর্থরা মোটেও বুঝতে দেননি। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মিসর দল সমানতালেই লড়েছে। অবশ্য প্রথামার্ধ ছিল গোলশূন্য সমতায়।
রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। কেউ কাউকে একবিন্দু ছাড় দেয়নি।
তবে ম্যাচের ২৩ মিনিটে উরুগুয়ে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে। দলটির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ একেবারে পোস্টের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি। বল বাইরে মারেন তিনি। দু’একটি সুযোগ পেয়েছিল মিসরও। কিন্তু কাজে লাগাতে পারেনি।
সর্বশেষ ১৯৯০ সালে বিশ্বকাপ খেলেছিল মিসর। এরপর টানা ছয়টি বিশ্বকাপে দেখা মেলেনি তাদের। দেশটি যে বিশ্বকাপ খেলে তা যেন ভুলেই যায় পুরো একটি প্রজন্ম! ২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে তারা।
মিসর একাদশ : আহমেদ ফাতহি, আলী গাবর, মোহামেদ এল-শেনাউবি, আহমেদ হেগাজি, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আমর ওয়ারদা, আবদুল্লাহ সাইদ, ত্রেজেগে, মারওয়ান মোহসেন।