ফ্রান্সে জয় উদযাপন করতে গিয়ে দুজন নিহত
দীর্ঘ ২০ বছরের অপেক্ষা। অবশেষে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল ফ্রান্স। ১৯৯৮ সালে বিশ্বকাপের প্রথম শিরোপা জিতে নিয়েছিল ফ্রান্স। এরপর গতকাল ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জিতে বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল ইউরোপের দেশটি। দীর্ঘ সময় অপেক্ষার পর বিশ্বকাপের ট্রফি পাওয়ার আনন্দে উদ্বেলিত পুরো ফ্রান্স। তবে বুনো উদযাপন করতে গিয়ে দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে আনন্দ উদযাপনে মেতে ওঠে ফ্রেঞ্চরা। এ সময় উল্লাস করতে করতে তারা কিছুটা বেপরোয়াও হয়ে ওঠে। পুলিশ তাঁদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থকরা। পুলিশ তাঁদের নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে। সংঘর্ষের সময় ৫০ বছর বয়সী একজন লোক মারা যায়। অন্য একজন মারা যায় গাছের সাথে তাঁর গাড়িটি ধাক্কা লাগায়। ধারণা করা হচ্ছে, লোকটি মধ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
বিশ্বকাপে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে এসে উদযাপন করতে থাকে। তাঁর মধ্যে অল্প কিছু সংখ্যক সমর্থক পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এমনকি তারা কিছু দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও ভাঙ্গচুর করে। তারা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পুলিশ টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে রাত যত বাড়তে থাকে, পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে থাকে।