বিশ্বকাপে উপার্জিত অর্থ দান করবেন এমবাপে
এবারের রাশিয়া বিশ্বকাপে সোনালি প্রজন্মের ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েই শিরোপা জিতে নেয় ফ্রান্স। ফ্রান্স দলের অন্যতম তারকা ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপে। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। হয়েছেন টুর্নামেন্টের উদীয়মান সেরা তারকাও। বিশ্বকাপ থেকে আয় করেছেন বেশ অর্থও। এবার বিশ্বকাপ থেকে উপার্জন করা অর্থ একটি অলাভজনক প্রতিষ্ঠানে দান করবেন এই ফরাসি ফরোয়ার্ড।
বিশ্বকাপে পাঁচ লাখের বেশি ডলার আয় করেছেন ১৯ বছর বয়সী এমবাপে। প্রতি ম্যাচের জন্য ২২ হাজার ৩০০ ডলার ও গত রোববার ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের জন্য বোনাস হিসেবে সাড়ে তিন লাখ ডলার পেয়েছেন এই তারকা। এর পুরোটাই তিনি দান করবেন বলে ফরাসি গণমাধ্যমের দাবি। এই বিপুল পরিমাণ অর্থ প্রিমিয়ার্স দি কর্দেস নামক একটি প্রতিষ্ঠানে দান করবেন পিএসজিতে মাসে ১.৭ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাওয়া এই তারকা। এই প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী শিশুদের খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে।
এই প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক সেবাস্তিয়েন রুফিন অবশ্য এমবাপের এই দানের ব্যাপারে অবাক নন। তিনি বলেন, ‘কিলিয়ান একজন দারুণ মানুষ। যখনই সুযোগ আসে, সে আনন্দের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করে। শিশুদের সঙ্গে তাঁর সম্পর্ক দারুণ। সে সব সময় শিশুদের উৎসাহ দেয়, যা তাদের জন্য মঙ্গলজনক।’
খুব বেশি দিন আগের কথা নয়, এমবাপেও শহরতলির দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন। ফুটবল নিয়ে তাঁর একাগ্রতা ও অনুশীলন তাঁকে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে কম বয়সে গোল পেয়ে কিংবদন্তি পেলের নামের পাশেও স্থান দিয়েছে।