ফ্রান্স-অস্ট্রেলিয়ার গোলশূন্য প্রথমার্ধ
বিশ্বকাপ জয়ের মিশন শুরু হয়েছে ১৯৯৮ সালের শিরোপাজয়ী ফ্রান্স ও অস্ট্রেলিয়ার। কাজানে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবেই। হাড্ডাহাড্ডি লড়াই-ই চালিয়েছেন দুই দলের ফুটবলাররা।
প্রথমার্ধের ৪৫ মিনিটে ৫২ শতাংশ সময় বলের দখল ছিল ফ্রান্সের কাছে। আক্রমণ শানানোর ক্ষেত্রে অবশ্য আরো একটু বেশি এগিয়ে ছিল ফ্রান্স। অস্ট্রেলিয়ার গোলপোস্ট লক্ষ্য করে মোট চারবার শট নিতে পেরেছিলেন ফরাসি ফুটবলাররা। অন্যদিকে দুইবার গোলের চেষ্টা করলেও গোলপোস্ট লক্ষ্য করে শট নিতে পারেনি অস্ট্রেলিয়া।