সাজা মেনে নিলেন রোনালদো
স্পেনের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামার আগে বড়সড় এক দুঃসংবাদ শুনেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কর ফাঁকির অভিযোগে স্প্যানিশ আদালত তাঁকে দিয়েছিলেন দুই বছরের কারাদণ্ড। আর বিপুল পরিমাণ অর্থদণ্ড।
তবে স্প্যানিশ আদালতের এই সাজায় বিন্দুমাত্রও বিচলিত হননি পর্তুগালের অধিনায়ক। হয়তো আরো তেতে উঠেছিলেন। আর স্পেনের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে জবাবটাও দারুণভাবে দিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। স্প্যানিশ আদালতের সেই সাজা মেনেও নিয়েছেন রোনালদো।
২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে বেশ মোটা অঙ্কের টাকা কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রোনালদোর বিরুদ্ধে। এই মামলা চুকিয়ে ফেলার জন্য ২০১৭ সালের জুনে ১৪ মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন রোনালদো। কিন্তু তাঁর সেই প্রস্তাব সেই সময় নাকচ করে দেয় স্প্যানিশ সরকার। সেই মামলারই রায় বেরিয়েছে বিশ্বকাপ শুরুর মুহূর্তে।
যেখানে রোনালদোকে দেওয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড। তবে জেলের ভেতরে অবশ্য থাকতে হবে না রোনালদোকে। কারণ স্পেনের নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো কারাদণ্ড পেলে সেই সাজা ভোগ করতে হয় না।
তবে জরিমানা অবশ্য দিতে হবে রোনালদোকে। সেই জরিমানার অঙ্কটাও বিশাল। প্রায় ১৯ মিলিয়ন ইউরো।