মেক্সিকোর গোলপোস্টের নিচে আবারও সেই ওচোয়া দেয়াল
গুইলারমো ওচোয়া। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের আগে এই নামটি কেউ শোনেননি বললেই চলে। কিন্তু সেই বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন এই মেক্সিকান গোলরক্ষক। এরপর আবার চার বছর কোনো খোঁজ ছিল না ওচোয়ার। এবার বিশ্বকাপ শুরু হতেই আবার আলোচনায় চলে এসেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। আবার দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মেক্সিকোর গোলপোস্টের নিচে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সূচনাটা দারুণভাবে করেছে মেক্সিকো। যার পেছনে অন্যতম বড় অবদান গোলরক্ষক ওচোয়ার। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি।
জার্মানির গোলক্ষক ম্যানুয়েল নয়্যারকেই বিবেচনা করা হয় এ সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে। কিন্তু গতকাল একই মাঠের আরেক প্রান্তে দাঁড়িয়ে নয়্যারকে ম্লান করে দিয়েছেন ওচোয়া।
প্রথমার্ধে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস নিয়েছিলেন দারুণ এক ফ্রিকিক। কিন্তু পাখির মতো উড়ে গিয়ে বল ক্লিয়ার করেন ওচোয়া। এ রকম আরো কয়েকটি দুর্দান্ত সেভ করে জার্মানিকে গোলবঞ্চিত করেছেন এই মেক্সিকান দেয়াল।
২০১৪ সালের বিশ্বকাপের পর ওচোয়াকে নিয়ে বেশ সোরগোল উঠেছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অঙ্গনে। শেষপর্যন্ত তাঁকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব মালাগা। সেখানে তিনি খেলেছিলেন ১১টি ম্যাচে। এরপর তাঁকে ধারে পাঠিয়ে দেওয়া হয় স্পেনেরই আরেক ক্লাব গ্রানাডাতে। ২০১৭ সালে ওচোয়া অবশ্য আর স্পেনেই থাকেননি। পাড়ি জমিয়েছিলেন বেলজিয়ামে। সেখানে তিনি খেলছেন স্ট্যান্ডার্ড লিগের জার্সি গায়ে।