এবার মরক্কোকেও ঝলক দেখাবেন রোনালদো?
এবারের বিশ্বকাপের আসরে লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো নিজ নিজ দেশের হয়ে আলো ছড়াবেন, এমনটা তো আসর শুরু হওয়ার আগেই ভেবে রেখেছিল সবাই। এই তিন তারকার বিশ্বকাপ মিশন শুরুতেও বেশ মিল রয়েছে। প্রথম ম্যাচেই তাঁরা পেয়েছেন ড্রয়ের স্বাদ। কিন্তু এই ত্রয়ীর মধ্যে উজ্জ্বল কেবল পর্তুগিজ তারকা রোনালদো। এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে একাই রুখে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ মেসি ম্যাচ শেষে হয়েছেন ভিলেন। অন্যদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমার নিজের নামের প্রতি পারেননি সুবিচার করতে। সেখানে রোনালদো এক ম্যাচেই তিন গোলের দেখা পেয়েছেন। আজ গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে নতুন কোনো রোনালদো ঝলক দেখানোর জন্য মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন তিনি ।
গত তিন বিশ্বকাপে পর্তুগিজ তারকা রোনালদোর গোল সংখ্যা ছিল তিন। শক্তিশালী স্পেনের বিপক্ষে এবারের আসরে হ্যাটট্রিক করে গোল সংখ্যা দ্বিগুণ করেছেন এই ৩৩ বছর বয়সী তারকা। প্রথম ম্যাচে ঝলক দেখিয়ে ফুটবল বিশ্বকে জানান দিয়েছেন আগমণী বার্তা। পাশাপাশি রোনালদোর দারুণ ফর্ম প্রতিপক্ষ দলগুলোর জন্য সতর্কবার্তাও বটে!
পরপর চার বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন রোনালদো। গত চার বিশ্বকাপের আসরে নিজের ঝুলিতে গোল যোগ করে কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই পর্তুগিজ। শুধু কি তাই? সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৫১টি হ্যাটট্রিকের মালিক এখন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
আজ মরক্কোর বিপক্ষে ফেবারিট পর্তুগালই। রোনালদোর দারুণ ফর্ম সান্তোস শিবিরকে আশ্বস্ত রাখছে। এই তারকার জ্বলে ওঠা মানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া, সেটার প্রমাণ স্পেনের বিপক্ষে ম্যাচেই পেয়েছে ফুটবল বিশ্ব। স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তে দুরন্ত ফ্রি-কিক হারা ম্যাচ ৩-৩ গোলে ড্র করিয়েছেন এই তারকা। আজও তেমন ঝলকের অপেক্ষায় রোনালদো ভক্তরা।
ফুটবল মানেই অঘটন। মুহূর্তের ঘটনা জন্ম দেয় নতুন কোনো রেকর্ড। আবার কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় ব্যর্থতায় পর্যবসিত হয় কেউ কেউ। তবে আপাতত এখন রাশিয়া মেতে আছে রোনালদো বন্দনায়। বিশ্বকাপ হয়ে উঠেছে রোনালদোময়।