সব ভুলে মাঠে নামতে চান আর্জেন্টিনা কোচ
আর্জেন্টিনার সামনে বেশ কঠিন সময়। আজকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটা তাঁদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তারা হেরে গেছে ক্রোয়েশিয়ার কাছে; ৩-০ গোলের বড় ব্যবধানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আকাশি-সাদাদের। এমন অবস্থায় শোনা যাচ্ছে আরো বড়সড় বিতর্কের কথাবার্তা।
কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। আর মাঠে আর্জেন্টিনার নেতৃত্ব মেসি দিলেও এই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন মেসির বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাচেরানো। তবে এমন সব গুজব উড়িয়ে দিয়েছেন স্বয়ং আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। তিনি বলেছেন, সবকিছু ছাপিয়ে কেবল সামনের ম্যাচ নিয়েই চিন্তা করছেন তাঁরা।
প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার বিপর্যয় পরবর্তী রাউন্ডে ওঠা অনেকটাই কঠিন করে ফেলেছে। এ অবস্থায় আর্জেন্টাইনদের কাছে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবা ছাড়া অন্য সব ব্যাপার নিতান্তই মামুলি। আজকের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে প্রথম জয়সহ নকআউট পর্ব নিশ্চিত করতে চায় সাম্পাওলির দল। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে আর্জেন্টিনা।
সাম্পাওলি বলেন, ‘আজ আমাদের বিশ্বকাপ শুরু হবে। আমাদের সঙ্গে যা হয়েছে, আমরা সেটা ভুলে যেতে চাই। সামনে পাঁচটা ম্যাচ রয়েছে, যার পরেই আমরা ফাইনালের টিকেট পাব। আমি আজকের ম্যাচ নিয়ে চিন্তিত। আজ আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাঠে খেলতে হবে।’
চিলির এই সাবেক কোচ আরো বলেন, ‘আজ খেলোয়াড়দের যথেষ্ট ভালো খেলার ব্যাপারে মনোযোগী হতে হবে। আগে কে কতটুকু মাঠে নিজের সামর্থ্য দেখিয়েছে, সেটা ব্যাপার না। আজ সবাইকে নিজের সর্বোচ্চ দিয়ে খেলতে হবে।’
আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের দায়ভারও নিজের কাঁধে তুলে নেন এই ৫৮ বছর বয়সী কোচ। তিনি বলেন, ‘গত ম্যাচ আমরা যেভাবে বাজেভাবে শেষ করেছিলাম, সব দায়ভার আমারই। কোচ হিসেবে আমার দায়িত্ব হবে নাইজেরিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করা।’