রোনালদোকে বিক্রির চিন্তা করছে রিয়াল মাদ্রিদ
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনার তুঙ্গে উঠেছিলেন পর্তুগিজ এই তারকা। বিশ্বকাপ থেকে তাঁর বিদায়ের পরও ফুটবলবিশ্বে আলোচনা থামছে না রোনালদোকে নিয়ে। এবার প্রসঙ্গটা চলে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দিকে।
বিশ্বকাপের পরপরই ৩৩ বছর বয়সী রোনালদোকে নিয়ে গুঞ্জন উঠেছে যে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে পারেন। পাড়ি জমাতে পারেন জুভেন্টাসে। তবে সবকিছুই চলছিল মৃদু গুঞ্জন হিসেবে। তবে এবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে যে বার্তা এসেছে, তাতে ব্যাপারটা গুরুত্ব দিয়েই ভাবতে হচ্ছে সবাইকে। পর্তুগালের তারকা এই ফুটবলারকে নাকি বিক্রি করে দেওয়ার কথা বিবেচনা করছে রিয়াল।
রোনালদোকে পাওয়ার জন্য জুভেন্টাসের পক্ষ থেকে রিয়ালকে দেওয়া হয়েছে ১৯৯ মিলিয়ন ইউরোর প্রস্তাব। আর সেটা নিয়ে ভাবছে রিয়াল।
রিয়াল মাদ্রিদে রোনালদোর অসুখী জীবনের খবর এর আগেও বেশ কয়েকবার এসেছে গণমাধ্যমে। তবে এখনকার মতো এতটা জোরেশোরে না। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে আসার পর রোনালদো নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৪৫১ গোল নিয়ে তিনিই এখন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রিয়ালের জার্সি গায়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা।