ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ তিতে
এবারের বিশ্বকাপে বড় বড় দলগুলোর বিশ্বকাপ থেকে বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কোচের ভবিষ্যৎ নিয়ে। এর আগে গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে জার্মানির বিদায়ের পর আলোচনা হয়েছিল জার্মান কোচ জোয়াকিম লোয়ের ভাগ্য নিয়ে। নক আউট পর্বে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হারার পর আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির দলে থাকা নিয়ে শংকা দেখা দেয়। এমনকি কোচ হিসেবে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলারও নামও বেশ আলোচিত হয়েছে। গতকাল বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর সেলেসাওদের কোচ তিতের ভাগ্য নিয়েও কথা উঠেছে। তবে কোচ জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলার ইচ্ছে নেই তাঁর।
গতকাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেভারিট ছিল ব্রাজিলই। বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় নেইমার বাহিনী। প্রথমার্ধে বেলজিয়ামের দুই গোলে এগিয়ে থাকাই কাল হয়ে দাঁড়ায় ব্রাজিলের জয়ের পথে। দ্বিতীয়ার্ধে যদিও ঘুরে দাঁড়াতে বেশ চেষ্টা চালায় কুতিনহোরা। কিন্তু দারুণ খেলেও শেষ পর্যন্ত এক গোল পরিশোধ করে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তিতের শিষ্যদেরকে।
এমন পরাজয়ে বেশ হতাশায় সময় পার করছেন ব্রাজিল বস তিতে। তাই এখনই নিজের ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে আগ্রহী নন এই ৫৭ বছর বয়সী কোচ।
তিনি বলেন, ‘আমি আমার ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে চাই না। এমন উত্তেজনাকর মুহূর্তে এই ব্যাপারে কথা বলা বেমানান। আমি এখনো ম্যাচ নিয়ে ভাবছি। তাই আমাকে ভবিষ্যতের ব্যাপারে প্রশ্ন করে লাভ নেই। আমি এখনই সদুত্তর দিতে পারব না।’