বেলজিয়াম-ফ্রান্স যুদ্ধে রেফারি থাকছেন কে?
রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স-বেলজিয়াম। ইউরোপের দুই পরাশক্তি দলের লড়াইয়ে রেফারির দায়িত্ব পালন করবেন উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনিয়া।
এবাররে বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন কুনিয়া। ফ্রান্স-অস্ট্রেলিয়া এবং স্পেন- ইরানের ম্যাচ দুটি পরিচালনা করেন তিনি। একটি ম্যাচে ফ্রান্স জিতেছিল ও অন্যটিতে স্পেন।
আজ টাচলাইনে ৪১ বছর বয়সী কুনিয়াকে এসিস্ট করবেন নিকোলাস টরান এবং মারিও এস্পিনোজা।
উরুগুয়ের এই রেফারি গত দুই ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন ছয়জনকে। তাতে ছিলেন তিনজন অস্ট্রেলিয়ান, দুজন ইরানি এবং একজন ফরাসি খেলোয়াড়।
এবারের বিশ্বকাপে ইতিহাসের একটি সাক্ষী হয়েছেন কুনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রান্সের পক্ষে ভিএআরের মাধ্যমে প্রথম পেনাল্টির নির্দেশ দেন তিনি।