প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়
দুই ম্যাচের টেস্ট সিরিজে নাজেহাল হতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ম্যাচের এক ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ার লজ্জায় পড়তে হয়েছে সাকিব আল হাসানদের। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিলেন বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা। ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটের ব্যবধানে।
শুরুতে ব্যাটিং করে চ্যান্সেলর একাদশ স্কোরবোর্ডে জমা করেছিল ২২৭ রান। মোসাদ্দেক হোসেন সৈকতের দারুণ বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে এই স্কোর দাঁড় করিয়েছিল তারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৭৫ রানের দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। সঙ্গে লিটন দাস করেছিলেন ৭০ রান। আর শান্তর ব্যাট থেকে এসেছে ৪৩ রান। আর এর আগে বল হাতে মাত্র ১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছিলেন সৈকত।
আগামী ২২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানাতে। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ জুলাই।