আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
টেস্ট সিরিজের লজ্জাজনক ব্যর্থতা কাটিয়ে উঠে প্রথম ওয়ানডেতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দাপটের সঙ্গেই। আজ বুধবার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়বে দুই দল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দ্বিতীয় ম্যাচেও। আজই সিরিজ নিশ্চিত করতে চায় লাল-সবুজের দল।
গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে স্বাগতিকদের।
প্রথম ম্যাচের সাফল্যে বাংলাদেশ দল খুবই আত্মবিশ্বাসী। তাই এই ম্যাচ জিততে আশাবাদী দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান, ‘এটা ঠিক ওয়েস্ট ইন্ডিজ চাইবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে। এ জন্য তারা মরিয়া হয়ে খেলবে। তাই প্রথম ম্যাচের তুলনায় এদিন আরো ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। আমার বিশ্বাস, নিজেদের সেরাটা নিয়ে খেললে এই ম্যাচে জেতা অসম্ভব নয়।’
গায়ানায় বাংলাদেশের রেকর্ড ভালো বলে বাংলাদেশি অলরাউন্ডারকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে, ‘এই মাঠে আমরা দুটি ম্যাচ খেলেছি, দুটিতেই জিতেছি। আজ তৃতীয় ম্যাচেও জয় আমাদের পক্ষে আসবে বলে আমার বিশ্বাস।’
২০০৭ সালে বিশ্বকাপে এই গায়ানায় প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ছিল হাবিবুল বাশারের দল। গত রোববার দ্বিতীয় ম্যাচে মাশরাফি জয় পায়। একই ভেন্যুতে তৃতীয় ম্যাচে আজ কেমন করবে লাল-সবুজের দল, সেটাই এখন দেখার।