ক্যারিবীয় দুর্গে সাফল্যের হাতছানি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/28/photo-1532763884.jpg)
গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তীরে এসে তরী ডুবিয়েছিল বাংলাদেশ। জয়ের একেবারে কাছাকাছি গিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছিল লাল-সবুজের দল। এমন হারে কম আক্ষেপ হয়নি। আজ সেন্ট কিটসে সেই ব্যর্থতা ভুলতে পারবে কি মাশরাফি-সাকিবরা।
আজ শনিবার সিরিজের তৃতীয় ওয়ানতে উইন্ডিজের মোকাবিলায় নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যে জিতবে তারাই সিরিজ জয়ের সাফল্য পাবে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ২০০৯ সালে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ওয়ানেডে সিরিজ ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল সাকিব-তামিমরা। আজ জিতলে ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় এবং তাদের মাটিতে দ্বিতীয় সাফল্য পাবে বাংলাদেশ।
বাংলাদেশ ২০১২-১৩ মৌসুমের নিজেদের মাটিতে একবার সিরিজ জিতেছিল। মুশফিকুর রহিমের নেতৃত্বে সেই সিরিজে ৩-২ ব্যবধানে সাফল্য পেয়েছিল লাল-সবুজের দল।
আবার বাংলাদেশের সামনে এসেছে সিরিজ জয়ের দারুণ সুযোগ। অবশ্য গায়ানায় দ্বিতীয় ম্যাচে জয় পেলে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যেত মাশরাফিদের। কিন্তু মাত্র ৩ রানের আক্ষেপে পুড়তে হয়েছিল সাফরকারীদের। ওয়েস্ট ইন্ডিজের করা ২৭১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৬৮ রানে।
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে আশাবাদের কথা, ‘দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করার জয়ের সুযোগ ছিল আমাদের। অবশ্য সে সুযোগটি আমরা কাজে লাগাতে পারিনি। নিজিদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে এই ম্যাচে ভালো কিছু করা সম্ভব হতেও পারে। আমার বিশ্বাস জয় আমরাই পাব।’