Beta

এখনই বিয়ে করছেন না হার্দিক-এশা

০৬ আগস্ট ২০১৮, ১৯:২২ | আপডেট: ০৭ আগস্ট ২০১৮, ১৩:১৪

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রেমকাহিনী সবসময় আলোড়ন সৃষ্টি করে। এই তো কিছুদিন আগেও প্রেম করছিলেন এলি আভরামের সাথে এবং সেগুলো লোকমুখে আলোচিত ছিল। মাসকয়েক ধরে তাঁকে দেখা যাচ্ছে অভিনেতা এশা গুপ্তার সাথে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তাঁদের বন্ধন দিনদিন আরো ভালো হলেও বিয়ের পিঁড়িতে বসতে দেরি আছে দুজনেরই।

খুব সম্প্রতি এশা গুপ্তা ছড়ানো গুজবের ব্যাপারে মুখ খুলেছেন এবং সম্পর্কের ব্যাপারেও খোলামেলা কথা বলেছেন কিন্তু বিয়ের ব্যাপারটি পরিষ্কার করেছেন। তিনি বারবার বলেছেন যে তিনি খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসছেন না এবং যখন বসবেন তখন তা জানিয়ে দেওয়া হবে।

এলির সাথে বিচ্ছেদের ব্যাপারে ভারতীয় এই দৈনিক জানিয়েছে, এলি যেখানে বিয়ের নিশ্চয়তা চাইছিলেন সেখানে হার্ডিক চাইছিলেন স্বাধীন কোনো সম্পর্ক। এই ব্যাপারে দুজনের মাঝে প্রায়ই কথা কাটাকাটি হতো এবং পরিশেষে তাঁরা দুজনেই সম্পর্ক থেকে সরে আসেন।

Advertisement