পাঁচ গোলে রোনালদোর রেকর্ড
লা লিগার প্রথম দুই ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। একটি ম্যাচে রিয়াল মাদ্রিদও মাঠ ছেড়েছিল ড্র করে। এতেই যেন বইতে শুরু করেছিল সমালোচনার মৃদুমন্দ বাতাস। কিন্তু কেন যে তাঁকে এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়, তা বেশ ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন রোনালদো। অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে বন্ধ করে দিয়েছেন সমালোচকদের মুখ।
একটা, দুইটা বা তিনটা নয়, এসপানিওলের বিপক্ষে লা লিগায় রিয়ালের তৃতীয় ম্যাচে রোনালদো করেছেন পাঁচ-পাঁচটি গোল। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। রিয়ালের কিংবদন্তি রাউলকে পেছনে ফেলে তিনিই এখন হয়ে গেছেন লা লিগায় রিয়ালের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা।
২২৮ গোল নিয়ে রেকর্ডটি এতদিন ছিল স্প্যানিশ তারকা রাউলের দখলে। রোনালদো এসপানিওলের বিপক্ষে ম্যাচটি শুরু করেছিলেন ২২৫ গোল নিয়ে। এ ম্যাচেই যে তিনি রাউলকে ছাড়িয়ে যাবেন, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু একের পর এক গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রোনালদো। শুরু করেছিলেন ৭ মিনিটে একটা গোল করে। ১৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন পেনাল্টি থেকে। তিন মিনিট পরেই আরেকটি গোল করে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। ২৮ মিনিটে রিয়ালের চতুর্থ গোলটি করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
হ্যাটট্রিক পূর্ণ করেও গোলক্ষুধা মেটেনি রোনালদোর। দ্বিতীয়ার্ধে ৬১ ও ৮১ মিনিটে করেছেন আরো দুটি গোল। ছাড়িয়ে গেছেন রাউলকে। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ২২৮টি গোল করতে রাউল খেলেছিলেন ৫৫০টি ম্যাচ। আর রোনালদো ২৩০ গোল করেছেন মাত্র ২০৩টি ম্যাচ খেলে। লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো আছেন চতুর্থ স্থানে। তাঁর সামনে আছেন শুধু হুগো সানচেজ (২৩৪), তেলমো জারা (২৫৩) ও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (২৮৫)।
ম্যাচ শেষে রেকর্ড গড়া রোনালদোর ভূয়সী প্রশংসা করেছেন রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘রোনালদোর পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলে। এত এত গোল করা একজন খেলোয়াড় নিশ্চিতভাবেই জায়গা করে নিতে পারবে ইতিহাসের পাতায়। আশা করছি, সে এভাবেই নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারবে। সেটা তাঁর নিজের জন্যও যেমন ভালো হবে, তেমনি দলের জন্যও ভালো হবে।’
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে আশা জাগাচ্ছে রিয়াল মাদ্রিদ শিবিরে। আগামী মঙ্গলবার ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশন।