হঠাৎ টেস্ট দলে স্টোকস

আগামী শনিবার ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। তবে হঠাৎ করেই ১৩ জনের দলে স্থান পেয়েছেন বেন স্টোকস। ব্রিস্টল ক্রাউন কোর্টে হাতাহাতির ঘটনায় নির্দোষ প্রমাণিত হওয়ায় দলে নাম এসেছে তাঁর।
এজবাস্টনে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টোকস। কিন্তু আদালতে হাতাহাতির ঘটনার মামলায় হাজিরা দিতে গিয়ে লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। তাঁর স্থানে খেলে ম্যাচসেরা হয়েছেন ক্রিস ওকস। তবে সতীর্থ জনি বেয়ারস্টো স্টোকসের দ্রুত দলে ফেরাকে সাধুবাদ জানিয়েছেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেয়ারস্টো বলেন, ‘ওর জন্য আমি খুশি এবং আশা করি ইংল্যান্ডের জার্সিতে খুব শিগগিরই তাঁকে আবার দলে দেখব। কারণ সপ্তাহখানেক আগে এজবাস্টনে প্রথম টেস্টে ওর খেলা আমরা দেখেছি। আমরা এখানে শুধু খেলায় মনোনিবেশ করতে চাই। আমি নিশ্চিত সেও যত দ্রুত সম্ভব ফিরে আসতে চাইবে।’
টেস্ট দলে জায়গা পেলেও শাস্তি মওকুফ হচ্ছে এমনটি নয়। গত ২৫ সেপ্টেম্বর হাতাহাতির ঘটনায় স্টোকস ও অ্যালেক্স হেলসের জড়িত থাকার অভিযোগ ইসিবি বিবেচনা করে তাদের খেলায় নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারে। ইসিবির এক বিবৃতিতে জানানো হয়, ‘এখন আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় বেন স্টোকস এবং অ্যালেক্স হেলসের আচরণগত বিষয়টি ক্রিকেট ডিসিপ্লিনারি কমিটির আওতাধীন হবে। স্টোকস তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে যোগ দিবেন। কোর্টে মামলা নিষ্পত্তি হওয়ায় বোর্ড অনেক কিছুই আপসের দৃষ্টিতে দেখবে।’