কেন ঈদের ছুটি বিসর্জন দিলেন জ্যোতি-মারুফারা?

ঈদের ছুটিতে সবাই যখন আনন্দ-উল্লাস করছে, বাংলাদেশ নারী ক্রিকেট দল তখন অনুশীলনে। সামনে গুরুত্বপূর্ণ সময়। তার আগে নিজেদের প্রস্তুত করছেন তারা। তাই, পাওয়া হয়নি ছুটি। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও লক্ষ্য পূরণ হলে সেটি কোনো অংশে কম আনন্দ দেবে না, এমনটিই মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মূলত, নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তৈরি হচ্ছে বাংলাদেশ দল। চলতি বছর ভারতে বসবে টুর্নামেন্ট। এর আগে, বাছাইপর্বে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) পাকিস্তানে পাড়ি জমাবেন জ্যোতি-মারুফারা। এর আগে মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক। সেখানেই জানান ঈদে ছুটি না পাওয়া এবং প্রস্তুতির ব্যাপারে।
জ্যোতি বলেন, ‘প্রস্তুতির জন্য এই ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি। ঈদের আগের দিনও অনুশীলন করতে হয়েছে। তবে, বিশ্বকাপে সুযোগ পেলে সেই আনন্দও কম হবে না। আমরা সবাই জানি, কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। একটা দল যখন আইসিসি ইভেন্টে খেলে, তখন দলটাকে সবাই ভিন্নভাবে দেখে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারলে আমাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় ব্যাপার।’
ছয় দলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা পাবে দুই দল। ৯ এপ্রিল শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ মাঠে নামবে ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল।