রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল আতলেতিকো
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/16/photo-1534403803.jpg)
উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপার উল্লাস করে তারা। ম্যাচে তারা জিতেছে ৪-২ গোলে।
ম্যাচর নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে দুটি গোল করে শিরোপা জেতে আতলেতিকো।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। ৫০ সেকেন্ডে দিয়েগো কস্তা চমৎকার গোল করে দলকে সূচনা এনে দেন। মাঝমাঠ থেকে পাওয়া বলে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
ম্যাচের ২৭ মিনিটে খেলার সমতায় ফিরে রিয়াল। গ্যারেথ বেলের ক্রসে বল পেয়ে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা।
ম্যাচে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় রিয়াল। সার্জিও রামোস গোল করে দলকে এগিয়ে দেন। কর্নার থেকে আসা বল আতলেটিকো ডিফেন্ডার হুয়ানফ্রানের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যে সমতায় ফিরে আতলেতিকো। ৭৯তম মিনিটে কস্তা দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। ৯৮ মিনিটে আতলেতিকোর পক্ষে তৃতীয় গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগেস। আর ১০৪ মিনিটে কোকে দলটির পক্ষে চতুর্থ গোল করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় দিয়েগো সিমেওনের দলের। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
আসরে এটি আতলেতিকোর তৃতীয় শিরোপা। এর আগে তারা ২০১০ ও ২০১২ সালে দুবার শিরোপা জিতেছিল।